মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের কর্তৃপক্ষ ইস্ট খাসি হিলস জেলায় ভারত–বাংলাদেশ সীমান্তের কিছু অংশে রাতে কারফিউ জারি করেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সীমান্ত দিয়ে বেআইনি পারাপার রোধ করা।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রোসেটা মেরি কুরবাহ নির্দেশনায় উল্লেখ করেছেন, সীমান্তের কিছু অংশ ঝুঁকিপূর্ণ। তথ্য অনুসারে, এসব এলাকায় 'ফাঁকফোকর রয়েছে ও অনুপ্রবেশ-ঝুঁকিপূর্ণ'। এই এলাকায় 'অবাঞ্ছিত ব্যক্তি, নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সদস্য, পাচারকারী এবং রাষ্ট্রবিরোধী চক্রের সঙ্গে যুক্ত সংগঠিত অপরাধী গোষ্ঠী' অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সেকশন ১৬৩ বিএনএসএস-এর অধীনে জারি করা কারফিউ জিরো লাইনের এক কিলোমিটারের মধ্যে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচল সীমিত করা হয়েছে।
এছাড়াও অনুমোদনবিহীন মিছিল, পাঁচ বা ততোধিক মানুষের সমাবেশ এবং লাঠি, রড বা পাথরের মতো সম্ভাব্য অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি যাতে বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশ বা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা না করে।
বিজ্ঞপ্তিতে 'অবৈধ ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম' হিসেবে বর্ণিত বিভিন্ন কর্মকাণ্ডও বন্ধের লক্ষ্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গরু, চোরাই পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট এবং চা পাতা পাচার।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো, যেগুলো মেঘালয়ের প্রতিবেশী অঞ্চলের সঙ্গে নিয়মিত বাণিজ্য ও সম্প্রদায়ভিত্তিক সম্পর্ক রাখে, কারফিউর কারণে কঠোর নজরদারির ওপর রয়েছে।
২৫ নভেম্বর ২০২৫ তারিখে জারি হওয়া এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। যদি আগে এ নির্দেশনায় কোনো পরিবর্তন বা প্রত্যাহারের আদেশ না আসে তাহলে এটি দুই মাসের জন্য বলবৎ থাকবে।
