বাস্তব অভিজ্ঞতা নিতে রাজধানীতে ‘মক ভোটিং’-এর আয়োজন করছে ইসি
জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে আগামী ২৯ নভেম্বর 'মক ভোটিং'-এর আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অনুশীলনমূলক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসির জনসংযোগ দপ্তর টিবিএসকে নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার থাকবেন এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তবে রাজনৈতিক দল, প্রার্থী বা প্রতীকের নাম থাকবে না। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ—সব আনুষ্ঠানিকতাই পালন করা হবে।
মক ভোটিংয়ের মাধ্যমে একজন ভোটার ভোট দিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে পারেন, একজন ভোটারের ভোট দিতে কত সময় লাগে, ভোটকেন্দ্র পরিচালনায় কী ধরনের ব্যবস্থা প্রয়োজন—এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররা। পাশাপাশি বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ধরনের বিশেষ ব্যবস্থা প্রয়োজন, তাও পরীক্ষা করা হবে।
এই অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হবে, সে সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
