ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
তিন দিনের সফরে ঢাকায় আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে নাহিদ ইসলাম ভুটানের প্রধানমন্ত্রীকে চলমান সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশটির অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "দুই দেশের জনগণের বন্ধন আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
শেরিং টোবগে বাংলাদেশ–ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতিকে সন্তোষজনক উল্লেখ করে উচ্চশিক্ষা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
