ভূমিকম্প আতঙ্কে কুমিল্লা ইপিজেডে অসুস্থ ৮০ নারী শ্রমিক, আহত ৬
শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশব্যাপী অনুভূত হওয়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় অন্তত ৮০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন এবং ৬ জন আহত হয়েছেন। অসুস্থদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতাল এবং বাকি ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি শুরু করলে তাদের মধ্যে 'প্যানিক অ্যাটাক' দেখা দেয়। তবে, কেউই গুরুতর আহত হননি এবং প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাসায় ফিরে গেছেন বলে তিনি জানান।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের অনেকে ভয়ে অজ্ঞান হয়ে কারখানার মেঝেতে পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে 'প্যানিক অ্যাটাক' দেখা দেয়। অসুস্থদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতালে এবং বাকি ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, এই ভূমিকম্পের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে এবং আরেকটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
