ভূমিকম্প: শাহজালাল বিমানবন্দরের বহির্গমন পথে আংশিক ক্ষতি, যাত্রী চলাচল স্বাভাবিক
শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বহির্গমন পথের ড্রাইভওয়েতে সিলিংয়ের প্লাস্টার আংশিক খসে পড়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, রানওয়ে, অ্যাপ্রোন এবং টার্মিনালের অভ্যন্তরভাগ সম্পূর্ণ অক্ষত রয়েছে। বিমান চলাচল স্বাভাবিক আছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে রাগীব সামাদ বলেন, 'টার্মিনাল ১ এবং ২ এর গেট নম্বর চার এবং ছয় এর মাঝামাঝি যে সিলিং জয়েন্ট আছে, সেখান থেকে একটু প্লাস্টার খসে পড়েছিল। তবে অতি দ্রুত বিমানবন্দরের প্রকৌশল শাখা ঘটনাস্থলে পৌঁছে এটা মেরামত করে ফেলে। এর ফলে যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।'
