চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে নিচে পরে সাইকেল আরোহীর মৃত্যু, আহত ৪
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে নিচে পরে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এসময় গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইকেল আরোহীর মরদেহ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রয়েছে। আহতদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে ঢাকার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে এখনও কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বন্দর থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'হেরিয়ার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পরে যায়। নিচে থাকা সাইকেল আরোহী মারা গেছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।'
সিডিএ সূত্র জানায়, এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। বাঁকযুক্ত অংশে সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার নির্ধারিত।
যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা মানা হচ্ছে না। ফাঁকা রাস্তা পেলে দ্রুতগতিতে গাড়ি চালানো হয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোটরসাইকেলও চলাচল করছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়।
গত বছরের আগস্টে পরীক্ষামূলক চলাচলের সময় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। চলতি নভেম্বর মাসেই এই উড়ালসড়কে দু'টি প্রাইভেট কার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।
