ঢাকার কর কমিশনার ফজলুলসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকার কর অঞ্চল ৩- এর কমিশনার এম এম ফজলুল হক এবং রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সাবেক অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পৃথক দুটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুটি আবেদন মঞ্জুর করেন।
তাদের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
