সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে এবার আনুষ্ঠানিকভাবে নতুন পোশাক গায়ে উঠেছে পুলিশ সদস্যদের।
শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি। পর্যায়ক্রমে তারাও এটি পাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
মহানগর পুলিশের জন্য লৌহ রঙের নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট- পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ- এ রঙের পোশাক পরবে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার জানান, আজ থেকে দেশের সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্যই নতুন ইউনিফর্ম পাবেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, 'পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য আলাদা তিনটা পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসঙ্গে সব করা যাবে না।'
