মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাৎ; আরও ৫ এজেন্সির বিরুদ্ধে মামলা করছে দুদক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, এসব মামলায় ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হচ্ছে।
তিনি বলেন, 'অভিযুক্ত পাঁচটি এজেন্সি ১৮ হাজার ৭৬৭ জন কর্মীর কাছ থেকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য সরকার নির্ধারিত জনপ্রতি ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে। এই অতিরিক্ত অর্থ গ্রহণ ও পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।'
এর আগেও একই অভিযোগে একাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দুদক। গত ১১ নভেম্বর চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে, ৬ নভেম্বর ছয়টি এজেন্সির ১১ জনের বিরুদ্ধে এবং ১৪ সেপ্টেম্বর ১৩টি রিক্রুটিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছিল সংস্থাটি।
দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, যে পাঁচটি এজেন্সির বিরুদ্ধে মামলা হচ্ছে সেগুলো হলো: জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, দি জিএমজি ট্রেডিং অ্যাসোসিয়েটস, কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ ও ধামাসি করপোরেশন লিমিটেডে।
