বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এক নম্বর আলোচ্য বিষয় ‘জুলাই সনদ’
আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় এক নম্বর আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জুলাই সনদ ইস্যু।
উপদেষ্টা পরিষদের সভার ৬টি এজেন্ডার মধ্যে এক নম্বরে রয়েছে 'জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন'।
সনদের বাস্তবায়ন, গণভোট আয়োজন ও জুলাই অর্ডার জারি নিয়ে বিএনপি ও জামায়াত–জোটভুক্ত দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
বিএনপি সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে, তবে জামায়াত এর আগেই গণভোট চায়। অন্যদিকে, বিএনপি সব দল স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়নে জোর দিচ্ছে, আর জামায়াত ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে।
গত ৩ নভেম্বরের উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সময় দিয়েছিল সরকার। কিন্তু দলগুলো একমত হতে না পারায় সরকার নিজেই এখন সিদ্ধান্ত নেবে বলে একাধিকবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এম শফিকুল আলম।
এর আগে, গতকাল (১১ নভেম্বর) আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "দুই–তিন দিনের মধ্যেই জুলাই সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।"
আগামীকালের সভায় মোট পাঁচটি নির্দিষ্ট এজেন্ডা থাকছে, আর ছয় নম্বরে 'বিবিধ' বিষয় রাখা হয়েছে।
