সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২৮০টি আসন কমিয়ে এবার ৫ হাজার ১০০ আসন নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন পুনর্বিন্যাস করা হয়েছে।
বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন ছিল। নতুন সিদ্ধান্তে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০-তে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজসহ ১৪টি মেডিকেল কলেজে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে, আর তিনটি মেডিকেল কলেজে আসন বেড়েছে।
যেসব মেডিকেল কলেজর সিট কমেছে
অফিস আদেশে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজের ২৫ টি করে সিট কমেছে।
এই আট মেডিকেল কলেজে আগে ২৫০টি করে সিট ছিলো, এখন তা ২২৫ হয়েছে। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সিট ২৩০ থেকে ৫ কমিয়ে ২২৫টি করা হয়েছে।
হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০ এবং নেত্রকোনা মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে সিট কমিয়ে এসব মেডিকেল কলেজে ৫০টি করে সিট নির্ধারণ করা হয়েছে।
তবে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজের ২৫ টি করে সিট বাড়ানো হয়েছে।
