বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান নিখোঁজ; সর্বশেষ অবস্থান সায়েদাবাদে, জিডি
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (১৯তম ব্যাচের সহকারী পরিচালক) নাঈম রহমান গতকাল (৯ নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। তার সহকর্মী ও পরিবারের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
তার নিখোঁজ হওয়ার ঘটনায় ইতোমধ্যেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঈম রহমান গতকাল দুপুর ১২টার পর অফিস থেকে বের হন। তার ব্যাগ ও পরিচয়পত্র অফিসেই রেখে যান তিনি। মোবাইল ফোনের লোকেশন অনুসারে, সর্বশেষ তাকে দুপুর ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় শনাক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক নাঈম রহমান নিখোঁজ হওয়ার আগে তার এক ব্যাচমেটকে শেষবারের মতো বার্তা পাঠান; সেখানে তিনি বোনের চাকরির বিষয়ে সহযোগিতা চান এবং সেটাকে নিজের 'শেষ ইচ্ছা' বলে উল্লেখ করেন। সহকর্মীদের ধারণা, তিনি আর্থিক সংকটে ভুগছিলেন।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ গণমাধ্যমে বলেন, "তার মা, স্ত্রী, মেয়ে ও ছোট বোন উদ্বেগে মধ্যে সময় পার করছেন।"
নাঈম রহমানের নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি সাংবাদিকদেরকে গুরুত্বসহকারে প্রচারের অনুরোধ করেন।
জিডি দায়েরের পর পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
