রাজধানীর মেরুল বাড্ডা–শাহজাদপুরে দুই বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (১০ নভেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, "কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।"
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, "শাহজাদপুরের বাশতলা বাসস্টেশনে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।"
