সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে: আখতার হোসেন
সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট ও আসন্ন নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার তাদের ম্যান্ডেট ও দায়িত্ব ভুলে এখন শুধু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
রোববার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আখতার বলেন, 'সরকার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার করার জন্য এক সপ্তাহের সময় দিয়েছিল। সেই সময় শেষ হওয়ার পথে। কিন্তু আমরা দেখেছি, সরকারের যে কর্তব্য, তারা সংস্কার বাস্তবায়ন করবে, সেই দায়িত্বের জায়গা হয়তো সরকার এখন ভুলে বসছে। কেননা, তারা এখন শুধু নির্বাচন কীভাবে আয়োজন করা যেতে পারে এবং একটা নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারে, সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টা করছে।'
তিনি আরো বলেন, যারা আগে বলেছিলেন, এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করায় দলটি রাজনীতি থেকে হারিয়ে যাবে, আজ তারাই বলছেন, ঐকমত্য কমিশন 'ফাউল খেলে হাত দিয়ে গোল দিয়েছে'। অথচ বিষয়টি এমন হওয়ার কথা ছিল না। ভেবেছিলাম আমরা সব রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে একসাথে পুরনো ব্যবস্থাকে সংস্কার করব। কিন্তু বিএনপি পুরনো ব্যবস্থায় ফিরে গিয়ে নিজেরাই 'গোল খাওয়ার' অবস্থায় পড়েছে।
