চট্টগ্রামে শতবর্ষী মন্দির থেকে ৬ ভরি স্বর্ণ ও টাকা চুরি
চট্টগ্রামে দেড়শ' বছরের পুরনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে।
গতকাল শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জেলার সদরঘাট কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য বলেন,'মন্দিরে কালিমূর্তির মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রূপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট চুরি হয়েছে।'
তিনি বলেন, 'এছাড়া মন্দিরের দানবাক্স ভেঙে টাকা-পয়সাও নিয়ে গেছে। মন্দিরে সমবেত ভক্তদের দেওয়া ১ লাখ টাকা দানবাক্সে ছিল।'
তিনি আরও বলেন, 'মন্দিরটির পেছনের সীমানা দেওয়ালের ভেতরে টিনশেড ঘরে সেবায়েত পরিবারের সদস্য বসবাস করেন। সেই ঘরের চালের ওপরের অংশ মন্দিরের সঙ্গে যুক্ত আছে কাঠের ফ্রেমে কাচের ভেন্টিলেটরের মাধ্যমে।'
মন্দিরের সেবায়েত বলেন, 'সকাল ৭টার দিকে মন্দিরের দরজার তালা খোলার পর আমরা চুরির বিষয়টি বুঝতে পারি। মন্দিরের মূল ফটক অক্ষত আছে। সেটা যেভাবে তালাবদ্ধ করা হয়েছিল, সেভাবেই ছিল।'
তিনি বলেন, 'আমাদের ধারণা, ঘরের চালের উপর উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে এক বা একাধিক চোর মন্দিরে প্রবেশ করেছে।'
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আমরা প্রায় আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। যে বা যারা এই চুরির সঙ্গে জড়িত, আমরা আশা করছি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করতে পারব।'
তিনি বলেন, 'মন্দিরের টিনের চালের উপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোর। মন্দির কর্তৃপক্ষের তথ্যানুযায়ী প্রতিমার ৬ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা চুরি হয়েছে এবং প্রায় ১ লাখ টাকা চুরি হয়েছে।'
তিনি আরও বলেন, 'যেহেতু কোনো সিসিটিভি ছিল না, এজন্য বিষয়টি আমরা আরও ভাল করে খতিয়ে দেখছি। তবে আশা করছি খুব দ্রুত আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে পারব।'
এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এজাহার দিয়েছে বলে জানান ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন।
