রাজধানীর সেন্ট যোসেফ স্কুলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার (৮ নভেম্বর) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে বিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, 'শুক্রবার রাত ২টার পর এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভেতরে একটি ফাঁকা জায়গায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।'
ওসি আরও জানান, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় এবং অন্ধকারের কারণে সিসিটিভি ফুটেজ দেখে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল দুটি ছুড়ে পালিয়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।'
এর আগে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চেও হাতবোমা হামলার ঘটনা ঘটে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গির্জার প্রধান ফটকে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।
