রাতে শাহজালাল বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ, ভোরে আশুলিয়ায় পিকআপে আগুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে একটি ও বিমানবন্দর ১ নম্বর সেক্টররের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় আরেকটি ককটেল বিস্ফোরণ হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম জানান, বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, 'আমরা ধারণা করছি ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তাই কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'
এদিকে, আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টা নাগাদ আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে পিকআপটি দাঁড় করিয়ে রাখা ছিলো।
তিনি জানান, ভোর সাড়ে ৪ টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিকআপটির চালকের আসনের অংশটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের বিষয়টি নিশ্চিত করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু সায়েম মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকআপের সামনের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।'
