সন্ধ্যায় মিরপুর ও হাতিরঝিলে ২ ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় এবং হাতিরঝিলে মধুবাগ ব্রিজের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুটি বিস্ফোরণের পেছনে কোনো গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
