প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে গানের মিছিল
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে 'প্রতিবাদী গানের মিছিল' করেছে একদল শিক্ষার্থী, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত অনুরাগী নাগরিক।
শনিবার (৮ নভেম্বর) বিকাল সোয়া চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়। দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা অতিক্রম করে নূর হোসেন চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা 'আমরা সবাই রাজা', 'কারার ওই লৌহ কপাট', 'দূর্গম গিরি কান্তার মরু', 'চল চল চল'সহ নানা গান গেয়ে প্রতিবাদ জানান।
এসময় তারা দাবি করেন, কোন বিশেষ গোষ্ঠীর চাপে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও তারা জানান।
