আগে গণভোট পরে সংসদ নির্বাচন, এই ধারণা আইনের পরিপন্থী: ড. শাহদীন মালিক
আগে গণভোট পরে সংসদ নির্বাচন, এই ধারণা সম্পূর্ণ আইনের পরিপন্থী বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।
তিনি বলেন, 'সম্পূর্ণ অবাস্তব একটা ধারণা থেকে সংসদ নির্বচনের আগেই গণভোটের কথা বলা হচ্ছে। সাধারণত সংসদ একটি আইন পাশ করলে বা সংবিধানের সংশোধন পাশ করলে, দ্বিতীয় ধাপে গিয়ে জনগণ সেটাকে গ্রহণ করছে কি না- সেজন্য গণভোট হয়।'
সোমবার (৩ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট প্রঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 'আগে গণভোট না কি সংসদ নির্বাচন'- এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'গণভোট নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে, সেটি নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। কারণ বিএনপি আলোচনায় ছিল। এরপর ওনারা বলছেন, এসব বিষয়ে আলোচনা হয়নি বা আলোচনায় বাদ পড়েছে। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ।'
শাহদীন মালিক বলেন, 'আর আমি যদি আইনি দৃষ্টি থেকে বলি, দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটি প্রস্তাব সংসদে পাশ হবে, তারপর জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। আগে গণভোট পরে সংসদ, এটি আইনের পরিপন্থি।'
তিনি বলেন, 'আরও বলা হচ্ছে, নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন করবে। এখানে ব্যর্থ হলে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হবে। প্রশ্ন হলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকলে ২৭০ দিনে আলোচনার যুক্তি কী? ফলাফল আগে বলে দিয়ে থাকলে আলোচনা করে লাভ কী। এটি সম্পূর্ণ যুক্তিহীন একটি অবাস্তব প্রস্তাব।'
তিনি আরও বলেন, 'সংসদের উচ্চকক্ষ করার প্রস্তাব, এটিও বর্তমান সংবিধানের পরিপন্থি। সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬টি সংশোধনী উচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল করার কারণ ছিল সংবিধানপরিপন্থি সিদ্ধান্ত। উনারা যেগুলো প্রস্তাব দিয়েছেন সব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।'
শাহদীন মালিক বলেন, 'বর্তমান সংবিধানে লেখা আছে বাংলাদেশে এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ থাকবে। এখন যদি দুই কক্ষবিশিষ্ট করা হয়, তাহলে সাংঘর্ষিক নয় কি?'
এ সংবিধান বিশেষজ্ঞের মতে, 'নতুন এসব প্রস্তাবের মানে হলো বর্তমান সংবিধানকে বাতিল ঘোষণা। কারণ বর্তমান সংবিধান বলবৎ রেখে সংবিধানপরিপন্থি কোনো সংশোধনী করা যায় না। অন্যদিকে সংসদকে বলে দিচ্ছেন তারা কী করবে। এটা যদি আপনি তাদের বলে দেন, তাহলে সংসদের সার্বভৌমত্ব থাকে না। কী আইন পাশ করবে, কী করবে না এটা সংসদ সিদ্ধান্ত নেবে।'
