দেশ কোন পথে এগোবে, তা আসন্ন নির্বাচনের ওপর নির্ভর করছে: প্রধান নির্বাচন কমিশনার
বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে রয়েছে। এই অবস্থায় দেশ কোন পথে এগোবে, তা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, "জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা কোন দিকে যাব—কীভাবে এগোব—সবকিছুই আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে।"
উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "বাহিনীর সদস্য হওয়ার পাশাপাশি আপনারা এই দেশের নাগরিকও। নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমি প্রধান নির্বাচন কমিশনার—এই দায়িত্বের বাইরে একজন নাগরিক হিসেবেও ভাবি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, কীভাবে রেখে যাব—এ চিন্তা আমাকে উদ্বিগ্ন করে।"
তিনি আরও বলেন, "আমি এই দায়িত্ব রুটিন কাজ হিসেবে নিইনি; মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিশেষ করে দেশের বর্তমান সংকটময় সময়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে সমস্যার সমাধান করতে হবে।"
সুষ্ঠু নির্বাচন আয়োজন সবার সহযোগিতা ছাড়া সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, "শুধু নিয়ম মেনে গতানুগতিক ধারায় কাজ করলে চলবে না, প্রয়োজন হলে এর বাইরে গিয়ে বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে। আজকের এই প্রশিক্ষণও গতানুগতিক প্রশিক্ষণের বাইরে।"
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, "দুষ্ট লোক এআইয়ের অপব্যবহার করে নির্বাচনে দুর্ঘটনা ঘটাতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই যাচাই-বাছাই করবেন, সজাগ থাকবেন।"
একই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, "আগামী সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে।"
তিনি জানান, "১ লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে; ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনী কার্যক্রমে নয়, ভোটারদের করণীয় সম্পর্কেও সচেতনতা কার্যক্রম চালানো হবে।"
তার আরও বলেন, "ভোটে এবার চ্যালেঞ্জ আছে, তা মোকাবেলায় বাহিনী প্রস্তুত করা হচ্ছে।"
