একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
 
একসঙ্গে ৩৫০টি সোনালীকা ট্রাক্টর কৃষকদের কাছে হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেয়েছে এসিআই মটরস লিমিটেড।
সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসংলগ্ন বাণিজ্য মেলা মাঠে 'সোনালীকার বিশ্বজয়' শীর্ষক এক অনুষ্ঠানে ট্রাক্টরগুলো কৃষকদের কাছে হস্তান্তর করে এসিআই মটরস লিমিটেড।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করা, যা সফলভাবে অর্জিত হয়েছে।
ট্রাক্টর হস্তান্তরের রাতেই তাদের এ রেকর্ড অর্জন হয় বলে জানানো হয় এসিআই মটরস লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে। এসিআই মটরসের ডিএমডি সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের পরিচালক ও সিইও গৌরব সাক্সেনা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও এসিআই মটরস-এর সিবিও মো. আসিফ উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সোনালীকা ট্রাক্টরের গ্রাহক ও চালকরা।
 

 
             
 
 
 
 
