ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাতের পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, নিহত ১
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'মোন্থা' দুর্বল হয়ে পড়েছে। ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রমের পরই রাত ১২টার দিকে শক্তি হারায় ঝড়টি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৯ অক্টোবর) বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পূর্ব উপকূলে ঘূর্নিঝড়ের আঘাতে এক জনের মৃত্যু হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়ার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় বুধবার খুবই ভারি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত বাতাসের সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড় মোন্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে দেওয়া সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
