বাগেরহাটে গরু চুরির অভিযোগ: এলাকাবাসীর ধাওয়ায় পিকআপ খাদে, গণপিটুনিতে নিহত ১
বাগেরহাটের মোরেলগঞ্জে গণপিটুনির শিকার হয়ে মো. মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. মতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে। আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮),ফকিরহাটের চাকুলি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮।
স্থানীয়দের বরাত দিয়ে মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাক নিয়ে ওই চারজনসহ আরও কয়েকজন বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এলাকাবাসী চারজনকে আটক করে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানায় স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন,"গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।"
