শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এখনও ধোঁয়া উড়ছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আশপাশ দিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে।
প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল (১৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন সম্পূর্ণভাবে নেভাতে আজ সকালেও ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে দেখা গেছে, চলছে উদ্ধার কাজও।
ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, কার্গো ভিলেজের ভেতরে থেকে এখনও ধোঁয়া উড়ছে এবং ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে পানি ছিটাচ্ছেন। কিছুক্ষণ আগেও ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।
এদিকে, বিমানবন্দরের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর শনিবার রাত ৯টার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
আগুনের কারণে ঢাকা থেকে যেসব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া (ডাইভার্ট) হয়েছিল, সেগুলো স্বাভাবিকভাবে ঢাকায় ফিরেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এর আগে, গতকাল বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর একাধিক ফায়ার ইউনিটও যোগ দেয়।