দাবি আদায়ে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর বলেন, 'দাবি আদায়ে তাদের (জুলাই যোদ্ধা) আবারও রাজপথে নামতে হচ্ছে। সরকার তাদের সঙ্গে কী ধরনের আচরণ করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে যা শোনা যাচ্ছে তা লজ্জার, বেদনার।'
তিনি আরও বলেছেন, 'যারা (জুলাই যোদ্ধারা) জালিমের হাতে মার খেয়েছে, আজ ইন্টেরিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায়, এই লজ্জা আমরা কোথায় রাখব?'
জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'আমরা বার বার দাবি করেছি তাদের (জুলাই যোদ্ধা) স্বীকৃতি দিন। সংবিধানে স্বীকৃতি দিন।…কিন্তু না। আমাদের ইন্টেরিম সরকার তাতে ব্যর্থ হয়েছে।'
তিনি বলেন, 'আমরা শুনেছি যে এখন সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন। কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কি না আমি নিশ্চিত নই। যদি হয়ে থাকে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত।'
'জুলাই যোদ্ধাদের দাবি-দাওয়াকে অবশ্যই ভিন্ন মর্যাদার চোখে দেখতে হবে' উল্লেখ করে জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, 'আমরা সরকারকে বলব দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি সুবিচার করুন। আমরা আপনাদের রাস্তায় দেখতে চাই না। আরও অনেকে দাবি-দাওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি-দাওয়া আর জুলাই যোদ্ধাদের দাবি-দাওয়া এক না।'
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।
বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, 'তাই জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি। জামায়াত কারও বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি। জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়নি।