জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: জামায়াত

জুলাই সনদ স্বাক্ষরিত হলেও এটি এখনো আইনি ভিত্তি পায়নি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সনদটি দ্রুত বাস্তবায়ন না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. তাহের বলেন, 'এই জাতি ৫৪ বছরে যে অপকর্মের সাক্ষী হয়েছে, জুলাই সনদের অঙ্গীকার স্বাক্ষরের মাধ্যমে তা পরিবর্তন হবে। যারাই দায়িত্বে আসবেন তারা এসব অঙ্গীকার হুবহু মেনে চলবেন। তবে আজকের স্বাক্ষরিত সনদের আইনি ভিত্তি হয়নি। স্বাক্ষরের মাধ্যমে আমরা শুধু সনদের বিষয়গুলোতে একমত হয়েছি। দীর্ঘদিন আলোচিত হওয়া বিষয়গুলোর সাথে ঐকমত্য প্রকাশ করেছি। এখন এটি বাস্তবায়ন বিলম্ব হলে তা জাতির সাথে গাদ্দারি হবে, রাজনৈতিক সংকট তৈরি হবে।'
তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে সই করেছি। আমরা আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন। বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের কর্তৃত্ব তৈরি না করেন।'
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।