মাহী বি চৌধুরীর ২০ কোটি টাকার অবৈধ সম্পদ: মামলা করবে দুদক

সাড়ে ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি জানান, দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) জাহাঙ্গীর আলম বাদী হয়ে শিগগিরই মামলাটি দায়ের করবেন।
দুদক সূত্রে জানা যায়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এছাড়া তিনি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, মাহী বি চৌধুরী দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করতে ৬৮ একর জমির বায়না চুক্তি করেন এবং ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার চুক্তি সম্পাদন করেন। পরে ওই অর্থ তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয়, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ করেন।
তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।