বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে রাসায়নিক গুদামের ভেতরে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের 'হ্যাজমেট টিম'

ঢাকার মিরপুর-শিয়ালবাড়ি এলাকায় সাততলা ভবনের পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরোলেও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বিশেষ 'হ্যাজমেট টিম' আসলেও রাসায়নিক গুদামের ভেতর থেকে বের হওয়া ঘন ও বিষাক্ত ধোঁয়ার কারণে ভবনে প্রবেশ করে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি তাদের।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গোডাউনের অংশের অবস্থা পরিদর্শন করতে ফায়ার সার্ভিসের এই বিশেষ 'হ্যাজমেট টিম' পাঠানো হয়।
দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, 'আমাদের বিশেষজ্ঞ দল সকালে কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করা যায়নি। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে, যা অত্যন্ত বিষাক্ত। ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।'
মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি আজও ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে নিখোঁজ স্বজনের খোঁজে অনেকেই এসেছেন ভবনের সামনে। উৎসুক জনতার ভিরও রয়েছে পুরো এলাকা ঘিরে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে পোশাক কারখানার পাশের একটি অবৈধ রাসায়নিক গুদাম থেকে।
আগুন দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।