চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র

চট্টগ্রামে ময়লা সংগ্রহের জন্য কোনো বাসা থেকে নির্ধারিত ৭০ টাকার বেশি নেওয়ার অভিযোগ পেলে সংগ্রহকারী প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে 'ডোর টু ডোর' কার্যক্রম নিয়ে এক সভায় মেয়র একথা বলেন।
এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম মাহিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "আগে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা ছিল না। অনেকেই ইচ্ছে মতো টাকা নিত। এখন বাসা প্রতি সর্বোচ্চ ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেউ অতিরিক্ত টাকা নিলে সেই প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হবে। দোকান, শিল্প-কারখানা এবং ভাসমান দোকানের জন্য আলাদা রেট নির্ধারণ করা হয়েছে।"
তিনি আরও বলেন, আগামী ২১ অক্টোবর সকাল ১১টা থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ডোর টু ডোর প্রকল্প বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। এই সময় নগরবাসীর অভিযোগ ও পরামর্শ সহজেই গ্রহণের জন্য অনুষ্ঠানে 'আমাদের চট্টগ্রাম নামে নতুন একটি অ্যাপস-এর উদ্ধোধন করা হবে। এ অ্যাপে যে কেউ নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আমরা নাগরিক সেবাকে আরো কার্যকর ও জনবান্ধব করে তুলতে চাই।"