প্রতারণার মামলা: ভারতীয় নাগরিক জগদীশ সিংকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকার আশুলিয়া থানার প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক জগদীশ সিং এর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত এ আদেশ দেন।
এর আগে, আশুলিয়া থানার প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আশরাফুল হাসান চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল এর বিরোধিতা করে শুনানি করোন।
উভয় শুনানি নিয়ে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে, গত ১৩ অক্টোবর রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং ৬১ হাজার মার্কিন ডলার আত্মসাতের চেষ্টা করেন।
ওই ঘটনায় গত ১৮ এপ্রিল লাম মীম অ্যাপারেলসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম মামলা করেন।
জানা গেছে, গ্রেপ্তার জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০-১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।