বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, তারা বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। আজ সোমবার নয়াদিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিক্রম মিশ্রি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে প্রস্তুত।
ঘণ্টাব্যাপী এ আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সীমান্ত ও পানিবণ্টনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা হয়। এ সময় পররাষ্ট্রসচিব স্বীকার করেন, যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই কিছু সমস্যা থাকা স্বাভাবিক।
বৈঠকে ডিকাবের সভাপতি এ কে এম মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।