ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে কাজ করেছে: এ্যানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর ধরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে কাজ করেছে। পাখা মার্কা প্রতীক নিয়ে এরা এমন কোনো দালালি নেই যা করেনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা হাসিনার পাশে থেকে তাকে সহায়তা করেছে, যার ফলে শেখ হাসিনার শাসন আরও দীর্ঘস্থায়ী হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ্যানি বলেন, 'আজ ইসলামী আন্দোলন নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে। অথচ গত ১৭ বছরে যখন আমরা রাজপথে লড়াই করেছি, তখন কোথাও পাখা মার্কার অস্তিত্ব ছিল না। আজ তারা মিছিল করে, মিটিং করে, থ্রেট দেয়, বৃদ্ধাঙ্গুলি দেখায়- নির্বাচনী পরিবেশ নষ্ট করে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন ঐক্য। ইস্পাত কঠিন ঐক্য- যেটি শহীদ জিয়াউর রহমান বলে গেছেন, এবং যেটি তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশে প্রতিষ্ঠা করতে চাই।'
জামায়াতে ইসলামীর ভূমিকাকে নিয়েও কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছে, ১৯৮৬ ও ১৯৯৬ সালে তারা শুধু আমাদের নয়, পুরো জাতিকেই অসহযোগিতা করেছে। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে আওয়ামী লীগের পাশে থেকেছে। এর মাধ্যমে তারা আত্মস্বীকৃত জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে।'
জাতীয় সরকার গঠনের প্রসঙ্গে এ্যানি বলেন, 'একটি সমঝোতা বা ঐক্যের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে।'
সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূর্ব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান এবং সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।