ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই শেষ হবে: সড়ক পরিবহন সচিব
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত অংশের চারলেন প্রকল্পের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
সোমবার (২২ সেপ্টেম্বর) আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
মহাসড়কের এ অংশটির প্রায় ১২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
সচিব বলেন, 'নিরাপত্তার কারণ দেখিয়ে ৫ আগস্টের পর ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা ভারতে চলে গিয়েছিলেন। তবে আমরা তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি, আর তারা ফিরে এসে কাজে পুনরায় অংশগ্রহণ করবেন। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ হবে। এটি সম্পন্ন হলে জনসাধারণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।'
এ সময় সড়ক পরিবহন সচিব আরও বলেন, 'সরাইল-বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত অংশের কাজও হবে, তবে সেখানে কিছুটা সময় লাগতে পারে।'
এ সময় সচিবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
