ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোশারফ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ. এম. মোশারফ হোসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসুর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য তাকে এ পদে মনোনয়ন দিয়েছেন।
উল্লেখ্য, ৬ বছর বাদে গত ৯ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে গঠিত হয় ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ বা ডাকসু। যদিও ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছরই ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা।
