সুনামগঞ্জে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেট অঞ্চলে কম্পন অনুভূত

আজ (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ৪ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট ও তার আশপাশের অঞ্চলে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর-পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সময় সকাল ১১টা ৪৯ মিনিটে মেঘালয়ের সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিকম্পটি ঘটে।
ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, মেঘালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সেখানেও কোনো সম্পত্তি বা জানমালের ক্ষয়ক্ষতির খবর নেই।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেন, কম্পনটি তুলনামূলকভাবে মৃদু ছিল এবং রাজ্যের অবকাঠামোতে এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।