সিলেট বিভাগের ১৯ আসনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগের চার জেলার রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় এই প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাড়ান।
রিটার্নিং কর্মকর্তাদের তথ্যমতে, সিলেট জেলার ৬টি আসনে সবচেয়ে বেশি ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান এবং সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপি'র মো. রাশেল উল আলম, সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোয়াইব আহমদ ও খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর ইয়াসীন খান, সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. মাহফুজুর রহমান খালেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
হবিগঞ্জ জেলার ৪টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৪ জন প্রার্থী। তারা হলেন— হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নোমান বিন সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী মোকাম্মেল হোসেন।
অন্যদিকে মৌলভীবাজার জেলায় মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের লোকমান আহমদ, মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুতফর রহমান কামালী এবং মৌলভীবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রব রয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।
