দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডে আলোচিত মতিউর কারাগারে

তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, এক দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক সাবিকুন নাহার।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক (সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকা তথ্য গোপন এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।
মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলায় রিমান্ড নেওয়া হয়। এরপর থেকে তারা কারাগারে আটক রয়েছেন।