মিরপুরে মিছিল: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- পাবনার সুজানগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রামের ইসলামিয়া কলেজের সাবেক এজিএস ও ছাত্রলীগ কর্মী আল নোমান সাইফ (২৯), যুবলীগ কর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগ কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগ কর্মী মো. সাগর হোসেন (২৭) এবং মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।
এদিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।
আবেদনে বলা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা পরস্পরের যোগসাজশে একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে সরকারবিরোধী স্লোগান প্রদান এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জন আসামি গণজমায়েত হয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে আওয়ামী লীগ এবং একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশ নেয়।
তারা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এ উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল বের করে।
আরও বলা হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামিরা এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার এবং প্রকৃত রহস্য উদঘাটনসহ তথ্য–উপাত্ত সংগ্রহের জন্য আসামিদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মুখে মাস্ক পরে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর মিরপুর থানায় মামলাটি দায়ের করে।