জাকসু নির্বাচন: ১৭ ঘণ্টা পার হলেও ভোট গণনা শেষ হয়নি

নির্বাচন শেষ হওয়ার ১৭ ঘণ্টা পার হলেও, এখনো শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজ। রাত পেরিয়ে সকালেও চলছে ভোট গণনার কাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল রয়েছে মোট ২১টি। এখন পর্যন্ত ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের ভোট গণনা চলমান রয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের দিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীরনগর ভোট গণনা শুক্রবার বিকাল ৪টায় শেষ হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী।
গতকাল রাত সোয়া ১০টার দিকে ম্যানুয়ালি (হাতে) ভোট গণনা শুরু করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসানো এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে ভোট গণনা বন্ধ ছিল। তবে যেসব হলের এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে।
এদিকে ভোট গণনা শেষ করতে আরো টেবিল সংযোগের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।