নেপাল থেকে ঢাকামুখী যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিল বাংলাদেশ দূতাবাস

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকামুখী যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে দূতাবাস এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের যেসব যাত্রী অনিবার্য কারণে ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরতে পারেননি, তারা একটি অতিরিক্ত ফ্লাইটে ভ্রমণের সুযোগ পাবেন।
এই বিশেষ ফ্লাইটটি ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে ঢাকামুখী সকল যাত্রীকে দুপুর আড়াইটার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।