কাস্টমসের হয়রানি বন্ধ ও বন্ড-সংক্রান্ত সেবা সহজ করার আহ্বান তৈরি পোশাক শিল্প মালিকদের

দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্প মালিকরা বন্ড-সংক্রান্ত সেবা দ্রুত ও সহজ করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সাউথ কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় তুলে ধরে।
বিজিএমইএ'র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক রপ্তানিকারক বন্ডেড প্রতিষ্ঠান থেকে নন-বন্ডেড প্রতিষ্ঠানের (ওয়াশিং, প্রিন্টিং, ডাইং ও এমব্রয়ডারিসহ) সেবা কার্যক্রমের ক্ষেত্রে ভ্যাট নিয়ে হয়রানি না করার বিষয়ে প্রতিনিধি দল কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
এতে আরও বলা হয়, 'পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, দ্রুততা ও হয়রানিমুক্ত করার ওপর বিজিএমইএ নেতারা জোর দেন।'
সভায় বায়ারের কাছ থেকে 'ফ্রি অব চার্জ (এফওসি)' ভিত্তিতে কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজীকরণ, বন্ডেড প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে নন-বন্ডেড প্রত্যক্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানে পণ্য ও সেবা সরবরাহ জটিলতামুক্ত রাখা এবং সাবকন্ট্রাক্ট কার্যক্রম সহজ করার বিষয়েও আলোচনা হয়।
শিল্পের স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে পূর্বের মতো সব কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড ও শুল্ক গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের জন্যও বিজিএমইএ নেতারা কমিশনারকে অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কমিশনার সভায় বলেন, অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে কাস্টমস-সংক্রান্ত সেবাগুলো আরও দ্রুত ও সহজ করার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।'
তিনি আরও আশ্বস্ত করেন, যেকোনো ইস্যু পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে এবং কার্যক্রম সহজীকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা দেওয়া হবে।