বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক; পোশাক খাতের ভবিষ্যৎ ঝুঁকি জানতে চেয়েছে আইএমএফ
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। বৈঠকে তারা বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে জানতে চান।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, আইএমএফের দিক থেকে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে অবহিত হওয়া।
এতে আরো বলা হয়, বৈঠকে বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও শিল্পের প্রবৃদ্ধির কৌশলগত উপায় নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
আলোচনায় পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব, বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রভাব, শিল্পের টেকসই প্রবৃদ্ধি এবং মূল্য-সংযোজিত পণ্যে বৈচিত্র্যকরণের কৌশল এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব প্রভৃতি বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
