ডাকসু নির্বাচনে বড় ধরনের আশঙ্কা নেই: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচনে বড় ধরনের কোনো আশঙ্কা নেই।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডাকসু নির্বাচনকেন্দ্রিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, 'ডাকসু নির্বাচন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হলেও সারা দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনে বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকবে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা নেই। ভলান্টিয়ার ছাড়াও শিক্ষক এবং আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিয়োজিত রয়েছে।'
তিনি আরও বলেন, 'যদিও এই নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তারপরও এটি জাতীয় গুরুত্ব বহন করছে। এই বিবেচনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।'
উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, 'সব জায়গাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সম্ভব সমন্বিতভাবে করার চেষ্টা করছি। তবে সবচেয়ে আগে থাকবে আমাদের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম, স্বেচ্ছাসেবক, বিএনসিসি ও রোভার স্কাউট। এরপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।'
তিনি আরও বলেন, 'আমরা পুরো ব্যাপারটা সাংবাদিকদের চোখের সামনে রাখতে চাই। তারা আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা সবকিছু স্বচ্ছ রাখতে চাই। আমি মনে করি, স্বচ্ছতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।'
দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকরা আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
পরে ভিসির সঙ্গে বৈঠক শেষেও সাংবাদিকদের প্রশ্নে তিনি নীরব থাকেন।