রাকসু নির্বাচন: রাবি ছাত্রদলের ২৩ সদস্যের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। শেখ নূর উদ্দিন আবীরকে সহ-সভাপতি (ভিপি), নাফিউল জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং জাহিন বিশ্বাস এষাকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
ঘোষিত প্যানেলে অন্যান্য পদের মধ্যে ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন নার্গিস খাতুন এবং সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল কাফী ও সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্বপ্না আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা।
তথ্য ও গবেষণা সম্পাদক পদে আছেন গাজী ফেরদৌস হাসান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হয়েছেন রাফায়েতুল ইসলাম রাবিত, আর তার সহকর্মী হিসেবে রয়েছেন নূর নবী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মনোনীত হয়েছেন মারুফ হোসেন এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন নাইমুল ইসলাম নাঈম।
বিতর্ক ও সাহিত্য সম্পাদক হয়েছেন মাসুম বিল্লাহ এবং সহ-সম্পাদক জিসান বাবু। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এ আর রাফি খান এবং সহ-সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।
প্যানেল ঘোষণা নিয়ে আমানউল্লাহ আমান বলেন, 'আসন্ন বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, শতভাগ আবাসন, শিক্ষার্থীবান্ধব রাজনীতি, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।'
তিনি আরও জানান, সংগঠন নেতাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই শিক্ষার্থীবান্ধব প্যানেল গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় আমরা শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে কাজ করব। রাকসুর পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদের প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
ভিপি পদে মনোনীত শেখ নূর উদ্দিন আবীর লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ-সভাপতি।
তিনি বলেন, 'আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে ছিলাম। ৫ আগস্টের পর নানা ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হলেও আমরা শিক্ষার্থীদের পাশে থেকেছি। আগামীতেও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব এবং নিরঙ্কুশভাবে জয়লাভ করব। শিগগিরই আমাদের অধিকারভিত্তিক ইশতেহার ঘোষণা করা হবে।'
জিএস পদে মনোনীত নাফিউল ইসলাম জীবন আরবি বিভাগের মাস্টার্স শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক। তিনি জানান, আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।
এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'নারীদের অধিকার আদায়ে আমি কাজ করব।'