রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা শেষ হচ্ছে আজ

তিন বার সময়সীমা বাড়ানোর পর আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে। এই নির্বাচনে ভোটাধিকার পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
আজ সকাল থেকেই ভোটাধিকার পাওয়া প্রথম বর্ষের অনেক শিক্ষার্থীকে মনোনয়নপত্র উত্তোলন করতে দেখা গেছে।
বুধবার দুপুর বারোটা পর্যন্ত ৫ জনসহ কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত মোট ৪২৫ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া হল সংসদ নির্বাচনে অন্তত ৬০০ মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এদিন নবীন শিক্ষার্থীরা ডোপ টেস্টের নমুনা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে জমা দিচ্ছেন।
এর আগের দিন মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সে কারণে ভোট গ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বর বহাল রেখে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান জানান, ইতোমধ্যে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকা আবাসিক হলগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের হলের সাথে সংযুক্তির কাজ শেষ হয়েছে। এখন তফশিল অনুযায়ী বাকি কাজগুলো নিয়মতান্ত্রিক উপায়ে সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনের ভাষ্য, নতুন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটার অন্তত সংখ্যা ২৯ হাজার।
ভোটার তালিকা অন্তর্ভুক্ত করায় উচ্ছ্বাস প্রকাশ করে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আনাস বিন নাহিন বলেন, রাকসু নির্বাচনে ভোটাধিকার দেওয়ায় প্রশাসনকে আন্তরিক অভিনন্দন। এই প্রথম জীবনে কোনো নির্বাচনে ভোট দেব।