সাত দলের সঙ্গে বিকেলে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাতটি রাজনৈতিক দলের বৈঠক আজ বিকেলে অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর আগে গত রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠক সেই ধারাবাহিকতারই অংশ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া তথ্য অনুযায়ী বৈঠকে যেসব দল অংশ নেবে সেগুলো হলো: এবি পার্টি; নাগরিক ঐক্য; গণসংহতি আন্দোলন; গণঅধিকার পরিষদ; লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি); ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট।
এ ছাড়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।