‘বর্বরতা থেকে সভ্যতায় এসেছি’—প্রধান উপদেষ্টার বক্তব্যকে ‘ঔপনিবেশিক’ বলল শিক্ষক নেটওয়ার্ক

"আমরা বর্বরতা থেকে সভ্যতায় এসেছি"— অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে "বিদ্বেষমূলক" ও "ঔপনিবেশিক শ্রেষ্ঠত্ববাদী" বলে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই সনদ স্বাক্ষর প্রক্রিয়া এবং ড. ইউনূসের বক্তব্যকে 'অন্তঃসারশূন্য' ও 'আপত্তিকর' বলে অভিহিত করেছে সংগঠনটি।
শিক্ষক নেটওয়ার্কের মতে, জুলাই সনদ তৈরির পুরো প্রক্রিয়াটি ছিল অগণতান্ত্রিক। এতে ছাত্র, নারী, আদিবাসীসহ বহু অংশীজনের মতামতকে উপেক্ষা করা হয়েছে। সনদ স্বাক্ষরের দিনই 'জুলাই যোদ্ধা'দের একাংশের ওপর পুলিশি হামলা প্রমাণ করে যে, সরকার 'ঐক্য' প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।
ড. ইউনূস তার বক্তৃতায় দুইবার বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ 'বর্বরতা' থেকে 'সভ্যতায়' উত্তরণ ঘটিয়েছে। শিক্ষক নেটওয়ার্ক বলছে, এই ধরনের বিভাজন ঔপনিবেশিক শাসকরা করত। এটি সম্পূর্ণরূপে পশ্চিমা শ্রেষ্ঠত্ববাদী ধারণা, যা উপনিবেশিত নাগরিকদের অসম্মান করার জন্য ব্যবহৃত হতো।
সংগঠনটি ড. ইউনূসের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, "আমরা এতদিন 'বর্বর' ছিলাম, আর একটি প্রশ্নবিদ্ধ সনদ আমাদের 'সভ্য' বানিয়েছে—এই ধারণা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।"