নুরের উপর হামলা: বিচার বিভাগীয় তদন্তের দাবিসহ ৫ সিদ্ধান্ত ২২ রাজনৈতিক দলের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে ২২টি রাজনৈতিক দল।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হয়। এ বৈঠকে ৫টি সিদ্ধান্ত হয় বলে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গৃহীত সিদ্ধান্তগুলো হলো- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা, ফ্যাসিবাদী শক্তি আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।