বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৭৮ সালের এদিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে আত্মপ্রকাশ করে বিএনপি। আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি আজ ৪৮ বছরে পা দিল। দিনটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
গত সাড়ে ১৮ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি। ওয়ান-ইলেভেনের সময় দলটি বড় ধরনের আঘাতের মুখে পড়ে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে। পরবর্তী সময়ে শেখ হাসিনার অধীনে একের পর এক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যায় বিএনপি। এর আগেও দলটি সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে টানা ৯ বছর আন্দোলন করেছিল।
গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটে। অবসান হয় টানা ১৬ বছরের শাসনের। এর ফলে রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে আসে। বিএনপিও নতুন করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখে।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গত এক বছরে আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি নানা আশঙ্কার কথা জানালেও সম্প্রতি সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ফলে ফুরফুরে মেজাজে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি দলের নেতৃত্ব নেন তার সহধর্মিণী খালেদা জিয়া। তিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয় এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরেরও বেশি সময় কারাভোগ করেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় নন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই দল পরিচালনা করছেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে গতকাল, ৩১ আগস্ট রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে দলটি। অন্যান্য দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—
১ সেপ্টেম্বর: ভোরে কেন্দ্রীয় ও সারাদেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সারাদেশে আলোচনা সভা ও র্যালি।
২ সেপ্টেম্বর: রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, শুরু হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে দুপুর ২টায়।
৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি।
৪ সেপ্টেম্বর: মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান।
৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র এবং পোস্টার প্রকাশ করবে বিএনপি।